নতুন ওয়েবসাইট Google Ranking-এ তোলার ১০ টি বাস্তবধর্মী কৌশল

আপনি নিয়মিত ব্লগ পোস্ট লিখেন কিন্তু গুগোলে র‌্যাংক করাতে পারেন না? আপনার লেখা পোস্ট এ ভিজিটর আসছে না? তাহলে ত আপনার ইনকাম ও হবে না। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে SEO ফেন্ডলি পোস্ট লিখতে হবে। SEO ফ্রেন্ডলি পোস্ট লেখা শিখতে হলে SEO ফ্রেন্ডলি আর্কিক্যাল লেখার নিয়ম দেখে আসুন। আপনার পোস্ট গুগোলের প্রথম পেজে র‌্যাংক করানোর জন্য ১০ টি বাস্তবধর্মী কৌশল আপনাদের মাঝে তোলে ধরবো।

নতুন ওয়েবসাইট Google Ranking-এ তোলার ১০ টি বাস্তবধর্মী কৌশল

নতুন  ওয়েবসাইট র‌্যাংকে তোলার জন্য নিচে দেখানো কৌশল অবলম্বন করুন। নতুন হোক বা পুরাতোন ওয়েবসাইট হোক গুগোলে প্রথম পেজে র‌্যাংক করবেই নিচে দেওয়া কৌশল অবলম্বন করে আর্টিক্যাল লিখলে। তাহলে আসুন ১০টি কৌশল দেখি এবং প্রতেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে বুঝতে হবে। মানে পয়েন্ট গুলোর ব্যাখ্যা বুঝতে হবে, আর যদি কিছু ‍ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।  

নতুন ওয়েবসাইট Google Ranking-এ তোলার ১০ টি বাস্তবধর্মী কৌশল

✅ ১. ওয়েবসাইটকে  SEO ফেন্ডলি বানাও তোমার ওয়েবসাইটের টাইটেল, মেটা ট্যাগ, কনটেন্ট স্ট্রাকচার, হেডিং ট্যাগ ( H1, H2, ) SEO ফ্রেন্ডলি URL এসব সঠিকভাবে অপটিমাইজ করো- যাতে Google সহজে বুঝতে পারে কোন টপক নিয়ে পেজ তৈরি করা হয়েছে। 

✅ ২. ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে আজকের দিনে মোবাইল থেকেই ৭০% প্লাস ইউজার ব্রাউজ করে। ওয়েবসাইট মোবাইলে সঠিকভাবে কাজ না করলে গুগল রেংকিং দেবে না।

✅ ৩. Core Web Vitals উন্নত করো গুগল এখন ওয়েবসাইটের লোডিং স্পিড, ইন্টারেকশন টাইম, ভিজুয়াল স্ট্যাবিলিটি িএসব বিশ্লেষণ করে। PageSpeed Insights দিয়ে চেক করো, এবং প্রয়োজন মতো অপটিমাইজ করো। 

✅ ৪. LOng-tail এবং Conversational কিওয়ার্ড টার্গেট করো। সাধারন কিওয়ার্ডে র‌্যাংক কঠিন। তাই ৪-৫ শব্দের  LOng-tail কিওয়ার্ড এবং ইজারদের সাধারন প্রশ্রভিত্তিক ( Conversational ) কিওয়ার্ডে ফোকাস করো, যেমনঃ "best SEO tips for beginners" ।

✅ ৫. মানসম্মত ও বিস্তারিত কনটেন্ট তৈরি করো Google এমন কনটেন্ট পছন্দ করে যেটা সমস্যা সমাধান করে। তাই ভালোভাবে গবেষণা করে বিস্তারিত, ইউনিক, ও Long-From ( ১২০০+ শব্দ) কনটেন্ট লিখো। 

✅ ৬. ইন্টারনাল লিংকিং স্ট্র‌্যাটেজি ব্যবহার করো তোমার সাইটের ভেতরের পেজগুলো একে অপরের সঙ্গে যুক্ত করে Google কে সাহায্য করো বুঝতে কোনটা গুরুত্বপর্ণ। এতে SEO শক্তিশালী হয়। 

✅ ৭. Featured Snippets ও Zero Click Search- এর জন্য অপটিমাইজ করো, যে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া, সেইভাবে কনটেন্ট লেখো। এত করে গুগোল তোমার কনটেন্ট কে  Featured Snippets দেখাতে পার। 

✅ ৮. লোকাল  SEO- তে গুরুত্ব দাও Google My Business, লোকাল কিওয়ার্ড, এবং লোকাল ব্যাকলিংক নিয়ে কাজ করো যেন লোকাল সার্চে ওয়েবসাইট র‌্যাংক করে। লোকাল বিজনেসদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 

✅ ৯. ওয়েবসাইট এবং কনটেন্ট সবসময় আপডেট রাখো পুরাতন কনটেন্ট রিফ্রেশ করো, এবং ট্রেন্ডিং টপিক নিয়েও লিখো- Google সবসময় ফ্রেশ কনটেন্টকে গুরত্ব দেয়। 

✅ ১০. নিয়মিত কনটেন্ট প্রকাশ করো। সপ্তাহে অন্তত ৫- ৬ নতুন কনটেন্ট প্রকাশ করার অভ্যাস গড়ে তোলা। এটি Google কে সিগন্যাল দেয় যে ওয়েবসাইট সক্রিয় ও আপডেট। 

পোস্ট র‌্যাংক করার নতুন নিয়ম এবং ভিজিটর পাবেন


শেষ মন্তব্য

আশা করছি আমার এই ছোট পোস্ট থেকে আপনি মূল্যবান কিছু জানতে পেরেছেন। পোস্টটি আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন যাতে কখনো ভুলে যান বা ব্লগ পোস্ট লেখার আগে একবার দেখে নিতে পারেন। তাহলে পোস্ট শুরু থেকে সাজিয়ে গুছিয়ে SEO করে লিখতে সুবিধা হবে। ওয়েবসাইট, ব্লগ পোস্ট, SEO নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন জাগলে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।  সকলের সুসাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url