বৃষ্টি নিয়ে ক্যাপশন - ১০০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা ২০২৫

বাংলা সর্ট ক্যাপশন - বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক

বৃষ্টি মানে পানি ঝরা নয়, এটা কোনো দিনের অসমাপ্ত অনুভূতি, কারও না বলা কথা, কারও অপেক্ষার অবসান। যখন আকাশ কাঁদে, মন যেন আরো নরম হয়ে যায়। কখোনো কি ভেবেছো - এই মেঘ, এই বৃষ্টি.... ঠিক তোমার মত করে এসে সব শান্ত করে দিয়ে যায়?

বৃষ্টি নিয়ে ক্যাপশন - ১০০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা ২০২৫

ভেজা ছাদ, কুয়াশায় ভরা জানালা, গরম চায়ের কাপে লুকানো গল্প- সবকিছু মিলিয়ে বৃষ্টি মানেই ফিরে যাওয়া এক প্রিয় মুহূর্তে। আপনি হয়ত এমনি ফেজবুক ক্যাপশন খুজছেন যা দ্বারা আপনার মনের অনুভূতি প্রকাশ করে যেমন সুখ, দুঃখ , আবেগ, হারানো, বৃষ্টি কাউকে মনে করিয়ে দেয়, বৃষ্টি নিয়ে ইত্যাদি ক্যাপশন থাকছে পুরো পোষ্ট ঘিরে। 

পোস্ট সূচিপত্রঃ বৃষ্টি নিয়ে ক্যাপশন - ১০০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা ২০২৫

বৃষ্টি নিয়ে ফেজবুক ক্যাপশন বাংলা স্ট্যাটাস

কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়। কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ ভালোবাষা লিখে রেখেছে আকাশে, সেই ভালোবাসা এখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ছোট লাইনের ফেজবুক ক্যাপশন নিচে দেওয়া হলো

* আমি বৃষ্টিতে হাটি যাতে কেউ আমার চোখের জল দেখতে না পারে। 

* তুমি যদি না দেখা দাও আমায় করো হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা।

* যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো কোন এক বর্ষায়।

*    যদি রংধনুর দেখা পেতে চাও তবে বৃষ্টির সাথে নিজেকে মানিয়ে নাও।

* আকাশের ও দুঃখ আছে আমরা সেটাকে বৃষ্টি বলি । 

* আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায় কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না। 

* যদি কখনো দেখো আকাশে প্রচন্ড মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিয় আমি ভালো নেই। 

* যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম! চোখে জমা বিষাদ টুকু এক নিমেষে ধুয়ে দিতাম। 

* বৃষ্টি তুমি আবার নামো আমার শহর জুরে, কষ্টগুলো ধুয়ে দাও নিজের মত করে। 

* তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়! ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও। 
* মেঘলা আকাশ কাজের ছুটি বৃষ্টি বাদল দিনে! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে। 

* মেঘলা আকাশ ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে” শব্দেরা না হয় থাকুক বন্দি যন্তে রাখা গোপন খামে। 

* তুমিও ফের আসতে পারো সহসা মতো! এক নিমেষের শান্তি দিতে ভুলিয়ে দিতে ক্ষত! 

* অর্ধেক আকাশ চায় না আমি, পুরো আকাশ টা তোমারি থাক। ঝলমলে রোধ তোমায় দিলাম, বৃষ্টি হরে খানিক দিও ভাগ। 

* একদিন বেশ মেঘ করুক বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যত বিকিয়ে দিব জলের সাথে, জলের দরে। 

বর্ষার ছন্দ , প্রিয় মানুষকে ম্যাসেজ করুন। 


শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, 
আজ শুধু তোমাকে খুজে বেড়াই।
 যদিও তুমি অনেক দূরে!


নীল আকাশ মেঘলা হলো
নামবে হয়তো বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রেখো দৃষ্টি। 

আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর বর্ষা ঝরে,
বৃষ্টি পড়ে গাছের ডালে
মাঠে ঘাটে বাড়ির চালে।

আমার আকাশে আজ সারাদিন বৃষ্টি, এ যেনো সৃষ্টিকর্তার
অসাধারন সৃষ্টি। 
বৃষ্টির এই দিনে
তোমায় মনে পড়ে,
তোমায় ছেড়ে যাবো নাতো
কখনও আমি দুরে।

বন্ধু মানে নীল আকাশ
 মেঘলা দিনে শীতল বাতাস,
কষ্ট পেলে বুঝতে শেখা
ভালোবেসে স্বপ্ন দেখা,
বন্ধু তুমি আমার প্রিয়
কষ্ট পেলে জানিয়ে দিও।

আকাশ মেঘ, মেলেছে ডানা,
ছঁয়ে গেছে, নীল সীমানা,
বৃষ্টিতে ভিজে গেছে আজ 
যেনো সারাটা শহর,
বড়ই ভালো কাটেছে আমার 
যেন প্রতিটা প্রহর। 

সাদা মেঘ আকাশ ঢেকে 
বেলার কেড়েছে গতি,
রোদ্দুর আজ না হয়
নিলো ক্ষণিকের বিরতি


আকাশ হয়ে তারা ফোঁটাবো
রাত্রী হয়ে বাঁদ উফাবো,
হাওয়া হয়ে ফুল ঝরাবো
সবুজ হয়ে চোখ জুড়াবো,
অবুঝে হয়ে মন ভরাবো
কুসুম হয়ে রং ছড়াবো,
পথিক হয়ে পথ দেখাবো
প্রেম হয়ে মন ভোলাবো,
আর বৃষ্টি হয়ে তোমায় ভেজাবো।

বৃষ্টি যদি নামে নামুক
বিজুক এই মন,
আজ তোমায় পড়ছে মনে
যেনো সারাখন। 

বৃষ্টি পড়ছে টুপটাপ
বাড়িতে আছি চুপচাপ,
ভেজা পাখিটা ডানা মেলে
গাছে আছে চুপচাপ,
অতিথের স্মৃতি গুলো
মাথায় খায় ঘুরপাক।

ঝমঝমিয়ে বৃষ্টি আসে
দাঁদিয়ে আছি তোমার পামে
তোমার সাথে ভিজছি বেশ
এ যেনো এক নতুন আবেশ।

বৃষ্টি নিয়ে ক্যাপশন বাংলা রোমান্টিক - রোমান্টিক স্ট্যাটাস

১)  তোমার শহরে মেঘ জমেছে আমার শহরে বৃষ্টি ভালোবাসায় রাখবো তোমায় যদি দাও বাঁকা চোখের দৃষ্টি। 


২) বৃষ্টি নামুক তোমার ঘরে বৃষ্টি নামুক বনে মেঘ জমলেই আসবো আমি থাকে যেনো মনে।


৩) যেদিকে তাকাই আমি তোমার ছবি ভাসে বৃষ্টি এলে ভিজবো দুজন রেখো আমায় কাছে।


৪) বৃষ্টি নেমেছে আকাশপানে চারিদিকে অন্ধকার চলে এসো ওগো তুমি দিনটি হোক ভালবাসার।


৫) কোথায় তুমি লুকিয়ে আছো আকাশে জমেছে মেঘ, তোমার কথা মনে করে বেড়েছে আমার আবেগ। 


৬)   ভিজে গেচে মনটি আমার হার না মানা বৃষ্টিতে কি করে ভুলি তোমায় মায়া ভরা দৃষ্টিতে।


৭) চাঁদ কাঁদে, কাঁদে তারা, কাঁদে সূর্যমামা চেয়ে দেখো বাইরে এবার বৃষ্টির দামামা। 


৮) সাত সকালে নামছে বৃষ্টি কি করি আজ বলো তোমার কথা পড়ছে মনে চোখ করছে ছলো।


৯) বৃষ্টি নামছে মনের ঘরে  ভিজছে কি তোমার মন যখন আমায় পড়বে মনে। দিও একটি ফোন।


১০) দুপুর বেলা নামলো বৃষ্টি জেগেছে আমার মন তুমি ছাড়া জীবন আমার হয় যে দহন। 

আরো পড়ুনঃ ১৩০+ ছেলেদের ফেসবুক স্ট্যাটাস


বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর, বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ, বৃষ্টি মানে আদুর উল্লাস, তোমায় ছুঁতে বারণ।


যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই।


শহর জুড়ে বৃষ্টি নামুক! তুমি খুঁজি নিও ঠাই! প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক’ শেষ অবধি তোমাকে চাই।


বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।


বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!


টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে! এই মন না রয় ঘরে, জানিনা তুমি আসবে কবে!


বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না” যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।


আজ বর্ষা এলো ফরসা আকাশ মেঘলা হলো, নামছে এখন বৃষ্টি, আমার কথা মনে পড়লে, জানালায়  রাখো দৃষ্টি।


বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা 

 আকাশ জুড়ে বৃষ্টি, আর বৃষ্টি ভেজা মন, মন চাইছে খুশি থাকুক আমার আপনজন, নীল রঙে আকাশ এখন মেঘে ঢেকে কালো, আমি আছি দারুন, বন্ধু তুমি থেকো ভালো।

 
টিপ টিপ বৃষ্টি পড়ে একা বসে আছি ঘড়ে, তুমি আছো কেমন করে? জানাও আমায় SMS করে। তোমার কথা মনে করে ম্যাসেজ দিলাম সেন্ড করে। 


শ্রাবণের বৃষ্টিতে, প্রেম ভরা দৃষ্টিতে; ইশারায় কাছে ডাকে প্রিয় জন। 
জলের ধারা হয়ে, মনে ব্যথা গুলো; ভুলিয়ে দিয়ে যায় এ লগন।

অঝোরে বৃষ্টি পড়ে, মনে উষ্ণতা বাড়ে; শ্বাসের বাতাস লাগে বুকেতে।
বুকের এই উঠানামা, স্পর্শেতে যায় গোনা; জাপ্টে-লেপ্টে থাকে সারাক্ষণ।


বৃষ্টি হয়ে এসেছো তুমি স্পর্শ করেছো আমায়। একটি কনা শুকনো হয়নি ভেজালে কেন গো আমায়।

এক ফোঁটা বৃষ্টি, মিষ্টি মধুর,
সবুজ পাতার গা বেয়ে,
এক লাফে মাটিতে পরাগমিলন.
মেঘগুলো নীল প্রজাপতি।
বৃষ্টি, বাতাসের প্রতিটি স্তর আদ্র করে,
গতির তারুণ্য, মাটির আহ্বানে।
বৃষ্টি, আদ্রতার অগ্নুৎপাত,
বৃষ্টি,  নিম্নগামী জীবন,
ভাসমান সমুদ্র। 
মেঘগুলো, সমুদ্রের উপনিবেশ.
আকাশের আয়নায় ধূলো জমায়,
মেঘ, জল-শিল্প
মেঘগুলো, শ্রমিক-মৈামাছি।
শব্দ আর আলোর প্রতিযোগিতা,
আদ্রতায় ডুবে যাবার নেশা,
প্রানের সহজ প্রবাহ,
প্রকৃতির সুরে লেখা গানগুলো,
স্মৃতির মহাকাব্য মিশে যায়।
তাই বসন্ত, বসন্ত হলেও,
আমার অপেক্ষা থেকে যায়।

তোমার জন্য জমিয়ে রাখা মেঘ, শতবর্ষের অযুত কোটিবার অপেক্ষা, তোমার জন্য ইচ্ছের হাতছাড়া। তোমার জন্য বৃষ্টি মুখর দিন, তোমার জন্য দিনের শেষে রাত্রির নিদ্রাহীন! তোমার জন্য খামখেয়ালি, ভিষন একলা থাকা, তোমার জন্য দুঃখ বুকে রেখে কান্না গুলোর সময় কেড়ে নেওয়া। তোমার জন্য এককাপ চায়ে একটি নয়ন তারা এঁকে- ভিষণ ভাবে ডুবে যাওয়া।


তোমাকে আমি
 এমন একটা বৃষ্টির কথাই বলেছিলাম,
 যে বৃষ্টি হবে বহু প্রতীক্ষিত।
যে বৃষ্টি নিয়ে আসে শহর অথবা গ্রামের
আনাচে কানাচে এক মুঠো প্রশান্তি। 
যে বৃষ্টিতে ভিজবে শহরের
এক একটা শুকনো কার্নিশ।
যে বৃষ্টিতে ভিজবে গ্রামের
মেঠোপথের ঘাস।
বিজবে মলিন প্রেমিকার অগোছালো চুল। 
আর নতজানু হবে একটা প্রখর দাবদাহ।
তোমাকে আমি 
এমন একটি বৃষ্টির কথাই বলেছিলাম। 


ছাতা বৃষ্টি থামায় না,
তবে আমাদের সাহায্য
করে বৃষ্টির মাঝে দাড়াতে। 
আন্তবিশ্বাস সাফল্য নিয়ে আসে না
কিন্তু আমাদের
শক্তি দেয়
জীবনের প্রতিযোগিতায়
মুখোমুখি দাঁড়াতে। 

বৃষ্টির প্রথম ফোঁটা,
ভিজিয়ে চুল। 
তপ্ত শরীর ভিজিয়েছে,
শ্রাবণের বারি ধারা।
সিক্ত ভেজা এ মন..
চেয়েছে এক ফোঁটা প্রেম।
তপ্ত নিঃশ্বাস।
আর .......
তোমার ভালোবাসার ছোঁয়া।


টিপ টিপ বৃষ্টি পড়ে,,,,,
তোমার কথা মনে পড়ে।
এমন থাকেনা ঘড়ে, জানি
না তুমি আসবে কবে
এ প্রাণ শুধু তোমায় ডাকি
আমায় ভালবাসে বলে
ফুল হাতে  থাকবো দাঁড়িয়ে
বলবো আমি তোমায় পেয়ে
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে

বৃষ্টি নিয়ে ইসলামিক ক্যাপশন বাংলা


  • আকাশ যখন কাঁদে, বুঝে নিই – রব রহমতের দরজা খুলে দিয়েছেন।

  • বৃষ্টি আল্লাহর রহমতের এক নিদর্শন – আলহামদুলিল্লাহ।

  • যে বৃষ্টির ফোঁটায় মাটি সজীব হয়, সে বৃষ্টির মাঝে লুকিয়ে আছে আল্লাহর দয়া।

  • রহমতের বৃষ্টি পড়ছে, হৃদয়ও হোক পরিশুদ্ধ।

  • আল্লাহ যখন বৃষ্টি দেন, তখন তিনি কেবল মাটি নয়—আমাদের আত্মাকেও ভেজাতে চান।

  • বৃষ্টি নামছে… দোয়ার সময় এখন, কারণ রাসূল (সঃ) বলেছেন – বৃষ্টির সময় দোয়া কবুল হয়।

  • আসমান থেকে ঝরে পড়া প্রতিটি ফোঁটা যেন আল্লাহর রহমতের বারতা।

  • বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে আল্লাহর অশেষ অনুগ্রহ।

  • বৃষ্টি দেখে নয়, বৃষ্টি দানকারীর শুকরিয়া আদায় করো – সুবহানাল্লাহ।

  • রহমতের বৃষ্টি যেমন সবুজ করে পৃথিবীকে, তেমনই আল্লাহর রহমত সজীব করে অন্তর।

  • আল্লাহর দেয়া বৃষ্টি, আমার মনে করে দোয়া করি, হে রব! আমার অন্তরেও রহমত বর্ষণ করো।

  • বৃষ্টির শব্দে যদি তসবিহ শোনা যেত, তবে আমরা বুঝতাম সৃষ্টিকুল কীভাবে রবকে স্মরণ করে।

  • আল্লাহর রহমত যখন বৃষ্টি হয়ে ঝরে, তখন কৃতজ্ঞতার সিজদা করা উচিত।

  • বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আকাশ থেকে আসা জান্নাতি ডাক।

  • যখন আকাশ মেঘে ঢাকা, মনে রাখো, মেঘের ওপারেও একজন আল্লাহ আছেন।

  • বৃষ্টির সময় যে দোয়া করে, তার দোয়া বাতাসে হারায় না, আকাশে পৌঁছে যায়।

  • বৃষ্টি শুধু প্রকৃতিকে শীতল করে না, এক মুমিনের হৃদয়কেও নরম করে।

  • আল্লাহর রহমতের বারি যখন পড়ে, তখন পৃথিবী যেমন সজীব হয়, তেমন অন্তরও জেগে ওঠে।

  • বৃষ্টি মানে নতুন শুরু, ঠিক তেমনই তাওবার পরে শুরু হয় নতুন জীবন।

  • মেঘলা আকাশ মনে করিয়ে দেয়—আল্লাহর রহমত সবসময় আসতে পারে অপ্রত্যাশিতভাবে।

  • রহমতের এই বর্ষণে, হে আল্লাহ! গুনাহগুলো ধুয়ে ফেলো।

  • বৃষ্টির ফোঁটা হৃদয়ে পড়ে যেন বলে – “আল্লাহ তোমার দোয়া শুনছেন।”

  • বৃষ্টি হচ্ছে, দোয়া করো – তোমার চোখের অশ্রুও একদিন এইভাবে রহমত হয়ে নামবে।

  • যে বৃষ্টি পছন্দ করে, সে রহমত পছন্দ করে; আর রহমত তো আল্লাহর কাছ থেকেই আসে।

  • বৃষ্টির সময় দোয়া কবুল হয় – এমন সুযোগ মিস করো না।

  • আকাশ ভেঙে বৃষ্টি নামে যেমন, তেমনি আল্লাহর রহমত ভেঙে পড়ে যারা তাঁর দিকে ফিরে আসে।

  • রাব্বি, যেমন তুমি মাটি ভেজাও বৃষ্টিতে, তেমনি আমার হৃদয় ভেজাও ঈমানে।

  • আরো পড়ুনঃ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ - মুসলিম ছেলেদের আধুনিক নাম
  • ছবি বা রিলিসের জন্য সংক্ষিপ্ত ইসলামিক ক্যাপশন
  • রহমতের ফোঁটা পড়ছে… আলহামদুলিল্লাহ।

  • বৃষ্টি মানেই আকাশের দয়া।

  • দোয়া করো, বৃষ্টি পড়ছে!

  • সৃষ্টির মাঝে রবের ছোঁয়া।

  • আকাশ কাঁদে, অন্তর জেগে ওঠে।

  • বৃষ্টির নিচে শুকরিয়া করো।

  • রহমতের বারিধারা… সুবহানাল্লাহ।

  • আল্লাহর করুণার ছায়ায় ভিজে যাক হৃদয়।

  • বৃষ্টির সময় – দোয়ার সময়।

  • এই বৃষ্টি শুধু পানি নয়, এটি আল্লাহর উপহার।

  • ভেজা মাটি, জাগ্রত মন।

  • মেঘের আড়ালে রহমত লুকিয়ে থাকে।

  • যেখানে বৃষ্টি পড়ে, সেখানেই রহমত নামে।

  • বৃষ্টি আসুক, অন্তর ধুয়ে যাক।

  • এই বৃষ্টি জান্নাতের বার্তা নয় তো?

  • রাতের বৃষ্টি নিয়ে ক্যাপশন
  • বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাবো, যতগুলো কথা হয়নি বলা, তোমাকেই বলে দেব। স্বপ্নিল এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙ্গাবো।
  • রাতের নীরবতা আর বৃষ্টির শব্দ—মনে হয় হৃদয়ের কথাই বলছে।

  • বৃষ্টিভেজা রাত, কেবল তুমিই নেই পাশে।

  • রাতের বৃষ্টি জানালার কাচে, স্মৃতিরা ভিজে কাঁদে।

  • চুপচাপ রাত, বৃষ্টির শব্দে হৃদয় কাঁপে।

  • বৃষ্টির প্রতিটা ফোঁটা বলে—“ঘুমিয়ে যেও না, কিছু অনুভব বাকি…”

  • রাতের এই বৃষ্টি যেন অলিখিত চিঠি—প্রেরক: আকাশ, প্রাপক: তুমি।

  • রাত গভীর, বৃষ্টি পড়ছে, আর মন করছে তোমায় খুঁজে নিতে।

  • রাতের বৃষ্টিতে প্রকৃতি ঘুমায়, আমার ভেতরে জেগে ওঠে হাজার প্রশ্ন।

  • এই বৃষ্টি শুধু রাস্তাঘাট ভেজায় না, কিছু না বলা কথাও ভিজিয়ে দেয়।

  • রাতের বৃষ্টি আর এক কাপ চা – একাকিত্বের প্রিয় সঙ্গী।

  • শান্ত বৃষ্টির রাতে, হৃদয় কেবল একটাই নাম ডাকে।

  • আকাশ কাঁদছে, আমার মতই—শুধু শব্দে প্রকাশ পাচ্ছে।

  • রাতের বৃষ্টিতে কান পাতলেই শোনা যায়—ভালোবাসা, হাহাকার, অথবা দোয়া।

  • রাতের বৃষ্টি আলাদা এক ভালোবাসা – চুপচাপ, অথচ গভীর।

  • রাত গভীর, বৃষ্টি পড়ে, কিন্তু ঘুম আসে না—মন ভিজে যায় স্মৃতিতে।

  • এই বৃষ্টির শব্দ একধরনের সান্ত্বনা… যেন রব্ব বলছেন, “আমি আছি।”

  • রাতের বৃষ্টি মানেই—আত্মার সঙ্গে একটু নির্জন আলাপ।

  • জানালার পাশে বসে বৃষ্টি দেখা, আর মনের ভেতর কাউকে অনুভব করা—তুমিই কি?

  • রাতের বৃষ্টিতে পুরনো গান, পুরনো স্মৃতি… আর সেই তুমি।

  • রাতের বৃষ্টি অনেকটা চোখের অশ্রুর মতো—শব্দ হয়, ব্যথা চেপে যায়।

  • আরো পড়ুনঃ বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস
  • বৃষ্টিভেজা রাত মানেই হৃদয়ের আকাশেও ছায়া নামে।

  • রাত, বৃষ্টি আর নিরবতা—এই ত্রয়ী মাঝে ডুবে যেতে ইচ্ছা করে।

  • রাতের বৃষ্টি দেখে মনে পড়ে—এক সময় কেউ বৃষ্টিতে ভালোবাসা খুঁজত।

  • বৃষ্টির ফোঁটা জানালায় পড়লে, তুমিই এসে দাঁড়াও মনে।

  • এই রাতের বৃষ্টি যেন তওবার মতো—চুপচাপ গুনাহ ধুয়ে দেয়।

  • আল্লাহ যখন চুপচাপ ভালোবাসেন, তখন বৃষ্টি হয় রাতে।

  • রাতের বৃষ্টি একরকমের মুনাজাত—হৃদয় করে, ভাষা করে না।

  • রাতের এই শান্ত বৃষ্টি বলে—সব কষ্ট ধুয়ে যাবে একদিন।

  • তোমার অনুপস্থিতিতেও বৃষ্টির ফোঁটা যেন তোমার ছোঁয়া।

  • রাত গভীর, বৃষ্টি পরে… আর মনে পরে – “তোমার আমার একসাথে বৃষ্টি দেখা।

বৃষ্টি বিলাস নিয়ে ক্যাপশন

১) মেঘের মধ্যে লুকিয়ে থাকে রুপকথার গল্প। ( সুকান্ত ভট্রাচার্য )

২) তুমি ভাবছো মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ, আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিঙ্গাপন। ( রুদ্র গোস্বামী )

৩) মেঘেদের ভিড়ে শুধুেই তোমাকে ছুঁতে যাওয়া, জানি অতিনিম্ন সে প্রচেষ্টা, তবু বাড়ছে হৃগয়ে অতৃপ্তির চাওয়া।

৩) বৃষ্টি আসিলে, তোমার ছায়া দেখি, জানালার শার্সিতে। ( জয় গোস্বামী )

৪)  তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি, একদিন এসে তোমার আচল পেতে দিও, তুলোর মতো মেঘ বিলিয়ে দবে তোমায় কোলে।

৫) বৃষ্টির দিনে তোমার মুখখানি ভেসে ওঠে স্মৃতির জলে। ( জীবনানন্দ দাশ


৬) দূর দিগন্তে চেয়ে আছি নীল আকাশের পানে মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো আমার এই ক্লান্ত প্রাণে। 

৭) বৃষ্টি ভেজা রাত্রির কাঁথায় শুয়ে, স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি। ( সুনীল গঙ্গোপাধ্যায় ) 

৮) মেঘের পালক দু চোঁখ জুড়ে বৃষ্টি আঁকে তোমার নামে, অল্প অল্প স্মৃতির দাগে নালিশ জমায় মনের মাঝে।

৯) বৃষ্টির শব্দে পৃথিবীর সবচেয়ে সুন্দর গান বাজে। ( উইলিয়াম শেকসপিয়ার

১০) মেঘলা দিন যেন তোমার চোঁখের আড়ালে লুকানো প্রেম। 

১১) বৃষ্টি আমাদের অনুভূতিগুলোকে সতেজ করে তোলে । ( জন কীটস

১২) বৃষ্টি দিনে কফির কাপের মজা দ্বিগুণ। ( ন্যান্সি মিচেল

১৩) মেঘের উপর মেঘ জমেছে, মুখ ঢেকেছে অন্ধকারে, বৃষ্টি তখন ফন্দি আঁটে চোঁকের বৃষ্টি তখন ফন্দি আঁটে চোঁখের নজর ঝাপসা করে।

১৪) বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি নবজীবন লাভ করে। ( ডেল কানের্গি )

১৫) মেঘলা দিনে মনে পড়ে যায়, তোমার মিষ্টি হাসি, সেই হাসিতে গা ডুবিয়ে একলা আমি ভাসি। 

১৬) বৃষ্টির দিনের মিষ্টি স্মৃতি মনকে প্রশান্ত করে। ( এলিজাবেথ গিলবার্ট )

১৭)  ধূসর অন্ধকার মেঘের মধ্যে দিয়ে, চাঁদ যখন উকি মারে, দেখতে ঠিক তোমার মতো লাগে।

১৮) বৃষ্টির দিনে মনটা ভিজে যায় ভালোবাসার স্পর্শে।

১৯) মেঘলা দিন, মনের গভীর সঞ্চারিত করে একধরনের নীরবতা।

২০) প্রেম জাগে, শরীর জাগে, জাগে গভীর মন, বৃষ্টিভেজা এমন দিনে ভাবি তোমায় সারাক্ষণ।

নিজেকে নিয়ে সেরা মজার ১০টি ক্যাপশন

 জীবনে চলার পথে থামতে নেই,
 কিন্ত জুতা ছিড়ে গেলে আলাদা ব্যাপার😁😂


এক যে ছিল পড়াশোনা
এক ছিলাম আমি😚
মাঝখানে এলো মোবাইল🙂
খতম কাহীনী☹



আমাকে সিঙ্গেল রেখে”
- তোরা কখনো-
সুখি হতে পারবি না...!🙂😥
পাপির দল,,’🥱


পোস্ট করি আমি☺
আর কমেন্টে 
প্রেম হয় অন্যদের😑
বাহ বাহ🤭
মানবতা আজ হাওড়া ব্রিজ
এর নিচে😪


জীবন প্রেমহীন, পকেট টাকাহীন,
পোষ্ট রিচহীন, ইনবক্স বাবুহীন,
রাত ঘুমহীন এটাই আমি!😑



সত্যিকারের ভালোবাসা
খুঁজতে খুঁজতে,!😇
আজ আমার ৯৯ টা এক্স🙂

সবাই রাতে শুয়ে 
GF-BF এর কথা ভাবে!! 🙄
আর আমি ভাবি ফ্যানটা ‍যদি
আমার মা-থায় খুলে পরে!!🙂🤣
তাহলে আমার কি হবে.!!🥱


আপনি কি ফেসবুক জীবনে অসুখী?
পোস্ট করতে ভয় পাচ্ছেন!
অন্যের পোস্টে এ রিয়েক্ট দিতে
লজ্জা বোধ করেন?
তাহলে আর দেরি নয়!
আজই ফেসবুক ডিলেট করেদিন🙂


বুকের বাম পাশে এসি সহ
একটা ফ্লাট খালি আছে!😚
একজন বিশ্বস্ত
ভাড়া’টিয়া চাই...’’😁


আমি কখনো পরিক্ষা নিয়ে 
টেনশন করিনি🤔
টেনশন করেছি পাশে কে
বসবে তা নিয়ে😥🥱
 

আমি জীবনে ভালো হবোনা
কারন আমি কখনো
খারাপ ই ছিলাম না🤣


হয়ত এটা জেনে আপনি
অবাক হবেন 
ছোটবেলায় আমি 
অনেক ছোট ছিলাম😭


ছোট থেকেই আমার
মনে একটা প্রশ্ন আছে
আচ্ছা ভূতেরা কেনো
সাদা শাড়ী পড়ে??🤔🤔


আগে জানতাম heart
শরীরের ভিতরে থাকে
আর এখন দেখি heart
WhatsApp Messenger তেও 
থাকে

শেষ মন্তব্যঃ

শেষ পযন্ত পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ। আশাকরি আপনার মনের আবেগ এই পোস্ট এর মাধ্যমে পূরণ করতে পেরেছি। যদি আরো মজার আরো আবেগ পূর্ণ কিছু চাও তাহলে আমি দিতে পারি কমেন্ট করে জানাবেন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url