রবি সিমের নম্বার কিভাবে দেখে - রবি সিমের এমবি কিভাবে দেখে দেখুন

 রবি সিম আমরা অনেকে ব্যবহার করি কিন্ত  এই সিমের নম্বার দেখা, এমবি দেখা, রবি সিমের কোনো প্রবলেম হলে হেল্প সেন্টারে ফোন করে ঠিক করে নিওয়া আমরা জানি না। সাধারনত আমাদের সকলের ফোনে ব্যবহার করি। কারন গ্রামিন সিম সব জায়গাতে কথা বলার জন্য ভালো নেটওয়ার্ক দেই। কিন্তু  গ্রামিন সিমে এমবির দাম তুলনা মুলক বেশি হওয়ায় আমরা রবি, ইয়ারটেল সিম ব্যবহার করি। এগুলো সিমে ভালো নেট ও এমবি অফার পাওয়া যায় কমদামে। 

রবি সিমের নম্বার কিভাবে দেখে - রবি সিমের এমবি কিভাবে দেখে দেখুন

রবি সিমের নম্বার,  এমবি দেখার জন্য আমরা রবি অ্যাপ ব্যবহার করতে পারি। কেননা আপনি যদি রবি নম্বার দিয়ে একবার রবি অ্যাপে সাইনইন করে রাখেন তাহলে একবার অ্যাপে ক্লিক করে রবি সিমের এমবি, মিনিট, নম্বার এবং অনেক কর্ষণীয় অফার দেখতে পাবেন ও নিতে পারবেন। 

রবি সিমের নম্বার কিভাবে দেখবেন - রবি নম্বার দেখার জন্য কি করতে হবে?

রবি সিমের নম্বার দেখার জন্য আপনাকে রবি সিমের কোড নম্বার দিয়ে ডাইয়েল করতে হবে। সে জন্য আপনি আপনার ফোনের ডায়েল পেডে বা কোলার কির্বোডে চলে আসবেন এবং ডায়েল করবেন কোড- *2# তাহলে খুব সহজে নম্বার দেখতে পাবেন। ত এর থেকে সহজ উপায় আপনাদের দেখিয়ে দিবো যাতে আপনার এক ক্লিকে রবি নম্বার, এমবি, মিনিট সবকিছু দেখতে পান। এই সুবিধা উপভগ করার জন্য আপনার স্মার্টফোন হতে থাকতে হবে।

 এতখনে আপনি শুধু আপনার নম্বার দেখতে পেলেন এর পরে আপনার এমবি দেখার জন্য আরেকটি কোড ডায়েল করতে হবে তেমনি আবার মিনিট দেখার জন্য আরেক টি কোড  এভাবে অনেক সময় ও আপনাকে বিরক্ত লাগবে। তারপরেও অনেকে জানতে চাই কারন অনেকের সিম বাটুন ফোনে উঠানো থাকে। তাছাড়া এসকল পদ্ধতি জেনে রাখা ভালো।   তাছাড়া আমি সহজ সমাধান দিয়ে আপনার সময় ও বাঁচাবো এবং বিরক্ত ও হবেন না। আসুন ধাপে ধাপে দেখুন অনুসরন করে কাজ করুন আপনার দৈনদিন কাজ সহজ হয়ে যাবে। 

রবি সিমের এমবি কিভাবে দেখবেন - এমবি দেখার জন্য সঠিক প্রসেজ দেখুন

রবি সিমের এমবি কিভাবে দেখে আপনারা অনেকেই জানেন না, সে জন্য আমি এখন আপানাদের দেখাবো কিখাবে রবি সিমের এমবি দেখবেন। রবি সিমের এমবি দেখা ঠিক রবি সিমের নম্বার দেখার মতোই সহজ। রবি সিমের নম্বার দেখার জন্য আপনাকে ফোনের কোলার কির্বোডে গিয়ে একটি কোড ডায়েল করতে হয়েছিল। এখন এমবি দেখার জন্য আপনাকে অন্য  একটি কোড ডায়েল করতে হবে এবং কয়েকটি ধাপ পার করতে হবে।  তাহলে আপনার রবি সিমের এমবি কত আছে দেখতে পারবেন। 

আপনার ফোন থেকে চলে আসবেন কোলার কিপ্যাডে এবং ডায়েল অপশনে ডায়েল করবেন এমবি দেখার কোড টি। কোড ডায়েল করার সাথে সাথে আপনাকে এমবি নাও দেখাতে পারে। অনেক সময় ঝামেলা করে নেট সমস্যার কারনে। যদি প্রথম বার ডায়েল করে আপনাকে এমবি দেখাই তাহলে ভালো আর না দেখালে আবার চেষ্টা করবেন। এভাবে কয়েক বার কোডটি দিয়ে *8444*88# ট্রাই করলে নেটওয়ার্ক ভালো থাকলে দেখতে পাবেন আপনার এমবি ব্যালেন্স ।  আপনার রবি নম্বার, এমবি দেখা শিখে গেলেন বাকি থাকলো মিনিট দেখা। আপনার রবি সিমে মিনিট কত আসে চেক করার জন্য যে প্রসেজ অনুসরন করতে হবে নিচের হেডিং এ দেখুন। 

রবি সিমে মিনিট দেখবেন যেভাবে - মিনিট দেখুন খুব সহজে

আপনার রবি সিমে কত গুলো মিনিট আছে চেক করে দেখতে পারবেন, সাথে আরো কিছু ডিটেলস দেখতে পারবেন মাত্র একটি কোড ডায়েল করে। আপনার মিনিট কত তারিখে ওঠানো হয়েছে কত তারিখ পযন্ত সময় শেষ হওয়ার এসকল বিষয় জানতে পারবেন। রবি সিমে আপনারা দুইভাবে মিনিট দেখতে পারবেন । 
১। মাই রবি অ্যাপ দিয়ে । মাই রবি অ্যাপ আপনাকে ডাউনলড করে নিন  আপনার ফোনে। 

২। রবি সিমের মিনিট দেখা কোড ডায়েল করে। মিনিট দেখার জন্য আপনার ফোনের কোলার প্যাডে গিয়ে ডায়েল করতে হবে *222*2# এই কোড দিয়ে আপনার রবি মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। কিন্তু এই কোডে মিনিট দেখাতে ঝামেলা করে সেজন্য আপনাকে মিনিট নাও দেখাতে পারে। অনেক সময় ভালো নেটওয়ার্ক থাকার পরেও এই কোড দিয়ে  এমবি দেখায় না । কোনো চিন্তার কারন নেই আমি আরেক টি কোড আপনাদের জন্য রেখেছি যদি ওই কোড দিয়ে মিনিট দখতে না পান তাহলে *222*8#  এই কোডটি ডায়েল করবেন। তাহলে খুব ইজি প্রসেজে আপনার রবি মিনিট দেখতে পারবেন। আচ্ছা আপনি  এতখন রবি নম্বার, এমবি, মিনিট দেখা জানলেন। কিন্তু বার বার ভিন্ন ভিন্ন কোড দিয়ে একটি একটি করে দিখতে হচ্ছে সবকিছু। এখন আমরা জানবো কিভাবে এক ক্লিকে রবি সিমের নম্বার, এমবি, মিনিট, দিন, তারিখ, মেয়াদ সবকিছু দেখবো। নিচের অংশ থেকে আমরা সহজ মাধ্যম কিভাবে কাজ করে দেখবো এবং অনুসরন করে আপনার ফোনে সেট-আপ করুন। 

মাই রবি অ্যাপ সেট-আপ করে রবি নম্বার, মিনিট, এমবি , একসাথে দেখবেন যেভাবে

মাই রবি অ্যাপ আপনার ফোনে ডাউনলড করে একাউন্ট খুলা অনেক সহজ। আর আমার দেওয়া লিংক থেকে My Robi App ডাউনলড করলে আপনি পাবেন ১ জিবি এমবি একদম ফ্রি। আপনি আমার দেওয়া এই My Robi App  এ ক্লিক করে ডাউনলড করে নিন আপনার ফোনে। ডাউনলড করা হয়ে গেলে খুবি সহজে রেজিস্টার করে নিতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি উপরে দেওয়া  My Robi App এ  গিয়ে অ্যাপ আপনার ফোনে ডাউনলড করে  নিয়েছেন। এখন আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে যা খুব ইজি।

 যে কেউ করতে পারবে, শুধু আপনার  রবি নম্বার নাম দিয়ে লগইন করলে সেট-আপ হয়ে যাবে। ত আপনার বুঝার সুবিধারথে আমি আবারও মেইন প্রসেজ টা দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি শুধু আমার কথা মত কাজ করে যান হয়ে যাবে। 

প্রথমত আপনার মাই রবি অ্যাপ এ প্রবেশ করবেন ,  এর পরে দেখতে পাবেন বাংলা এবং ইংরেজি করার অপশান আছে।   ত আপনার যেটাতে সুবিধা হয় ক্লিক করে সিলেক্ট করে নিবেন। একটু নিচে লক্ষ করলে দেখতে পাবেন  আপনার রবি ফোন নম্বার চাচ্ছে আপনার নম্বার দিয়ে দিবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য এগোবেন। আপনার রবি নম্বারে OTP কোড পাঠানো হবে কোডটি দিয়ে আপনার নম্বার ভেরিফাই করতে হবে তাহলে আপনার একাউন্ট খুলার কাজ শেষ। এছাড়া আপনার নাম চাইতে পারে ছবি দিতে বলতে পারে দিয়ে দিবেন। আপনার নাম, ছবি একাউন্ট খুলার পরেও সেট করতে পারবেন। 

My Robi App  এ প্রবেশ করে আপনি অনেক অবাক হয়ে যাবেন অফার গুলো দেখে। অ্যাপের ভিতরে খুবি স্বল্প মূলে পাবেন এমবি, মিনিট মেয়াদ থাকবে বেশি দিন। আপনি যখন নতুন লগইন করবেন তখন থেকেই আপনার জন্য স্পেসাল অফার থাকবে যেখানে আপনি কম দামে এমবি ও মিনটি প্যাকেজ পাবেন। এখনি উপরে দেওয়া লিংক থেকে বা ফোনে থাকা গুগল প্লেস্টর থেকে ডাউনলড করুন মাই রবি অ্যাপ। 

শেষ মন্তব্য

স্বল্প ঙ্গানে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা আমার কখনো ভুল তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করি না। আমার সাইটে বিভিন্ন ধরনের তথ্য মূলক আর্টিক্যাল লিখে পাবলিষ করি প্রতিদিন। তাই আমার এই সাইট বন্ধুদের সাথে শেয়ার করে আমার কঠর পরিশ্রম সাফল্য করবেন ধন্যবাদ।  



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url