বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংকবাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি কি কি আপনি কি তা জানেন? যদি না জানেন আমার সাথেই থাকুন, কারণ এখন আপনাকে আমি জানাবো বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি। এর পাশাপাশি বাংলাদেশের সকল সরকারি ব্যাংকের ওয়েবসাইট এবং বেসরকারি ব্যাংকের ওয়েবসাইট গুলো আপনার সামনে তুলে ধরব।
আশা করি আজকের এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি কি কি এর সাথে সাথে আপনি আরও জানতে পারবেন তফসিলি ব্যাংক কয়টি ও কি কি, বিশেষায়িত ব্যাংক কয়টি ও কি কি, পূবালী ব্যাংক কি সরকারি? এবং কৃষি ব্যাংক কি সরকারি? তা সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা এ সমস্ত বিষয়গুলি বিস্তারিত ভাবে জেনে আসি। আশা করি আজকের এই সম্পূর্ণ পোস্টটি আপনার অনেক উপকারে আসবে
পোস্ট সূচীপত্র:
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি এ সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই এবং জানার জন্য অনলাইনে বিভিন্ন সময় সার্চ করে থাকি। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি। বর্তমান সময়ে বাংলাদেশের অনেক ব্যাংক রয়েছে আর এত ব্যাংকের মধ্যে কোন ব্যাংক সরকারি এ বিষয়টি আমাদের জানা থাকলে টাকা জমা রাখাও অনেক সুবিধা হয়। তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি। মূলত বাংলাদেশের ব্যাংক গুলোকে ২টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যথাঃ
- তালিকাভুক্ত ব্যাংক বা সিডিউলড ব্যাংক
- অতালিকাভুক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংক
১। তালিকাভুক্ত ব্যাংক বা সিডিউলড ব্যাংকঃ বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 মোতাবেক যেই ব্যাংক গুলো প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় তাকেই মূলত তালিকাভুক্ত ব্যাংক বা সিডিউলড ব্যাংক বলে।
১। অতালিকাভুক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংকঃ যেই ব্যাংক (Bank) গুলো নির্দিষ্ট উদ্দেশ্যে অথবা কাজের জন্য প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক (Bank) অধ্যাদেশ 1972 মোতাবেক না চলে অন্যান্য যেকোনো আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে তাকেই মূলত অতালিকাভুক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংক বলে। এই ব্যাংক (Bank) গুলো তালিকাভুক্ত ব্যাংকের মতো সব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেনা।
সরকারি ব্যাংক কয়টি কি কি
তালিকাভুক্ত ব্যাংক বা সিডিউলড ব্যাংক গুলোকে আবার ৬ ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটি হল "রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক"। সাধারণত এই ব্যাংক গুলোকেই সরকারি ব্যাংক বলা হয়। আমাদের বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (Bank) রয়েছে ৬টি। অর্থাৎ, সরকারি ব্যাংক ৬টি। যথাঃ
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, জুবিলি ব্যাংক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি ব্যাংক গুলোকে সরকারি মনে করেন। তবে আপনারা মনে রাখবেন এই সকল ব্যাংক গুলোর মালিকানার বেশিরভাগ অংশ সরকারের থাকা সত্ত্বেও এই ব্যাংক গুলোকে অতালিকাভুক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংক বলা হয়ে থাকে। নন-সিডিউলড বা অ তালিকাভুক্ত থাকার ফলে এই ব্যাংকগুলিতে আমরা সরকারি বাণিজ্যিক ব্যাংকের কাতারে ফেলতে পারিনা। বাণিজ্যিক ব্যাংকের মতো সব কার্যক্রমও এই ব্যাংকগুলি করতে পারেনা।
এবার আসুন, এই ৬টি সরকারি ব্যাংক সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক-
১। সোনালী ব্যাংক লিমিটেড (Sonali Bank Limited): "সোনালী ব্যাংক লিমিটেড" আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। "বাংলাদেশ ব্যাংক (Nationalization) অর্ডার 1972" অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- সোনালী ব্যাংক রাষ্ট্রপতির অধ্যাদেশ নাম্বার 26,1972 অনুসারে গঠিত।
- সোনালী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে "ব্যাংক অব ভাওয়ালপুর, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং প্রিমিয়ার ব্যাংক" এই ৩টি ব্যাংকের সমন্বয়ে।
- এই ব্যাংকটির অনুমোদিত মূলধন 6,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 4,130 কোটি টাকা।
- সোনালী ব্যাংকের সুইফট কোড (BSONBDDH)
- সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় - মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
- ওয়েবসাইট - (www.sonalibank.com.bd)
২। জনতা ব্যাংক লিমিটেড (Janata Bank Limited): আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হলো জনতা ব্যাংক লিমিটেড। "বাংলাদেশ ব্যাংক (Nationalization) অর্ডার 1772" অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নাম্বার 26,1972 অনুসারে জনতা ব্যাংক গঠিত।
- "ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড ব্যাংক লিমিটেড" এই দুইটি ব্যাংক নিয়ে জনতা ব্যাংক গঠিত হয়।
- জনতা ব্যাংকের অনুমোদিত মূলধন 3,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 2,314 কোটি টাকা।
- জনতা ব্যাংকের প্রধান কার্যালয় - 110, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
- ওয়েবসাইট - (www.jb.com.bd)
৩। রূপালী ব্যাংক লিমিটেড (Rupali Bank Limited): বাংলাদেশ ব্যাংক (Bank) জাতীয়করণ অধ্যাদেশ নাম্বার 26,1972-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এই রূপালী ব্যাংক লিমিটেড।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নাম্বার 26,1972 অনুসারে সোনালী ব্যাংক গঠিত।
- "অস্ট্রেলেশিয়া ব্যাংক ও মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক"-এর সব সম্পদ এবং দায় নিয়ে রূপালী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছিল।
- রূপালী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয় 1986 সালে।
- রুপালি ব্যাংকের প্রধান কার্যালয় - 34, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-1000, বাংলাদেশ।
- ওয়েবসাইট - (www.rupalibank.com.bd)
৪। অগ্রণী ব্যাংক লিমিটেড (Agrani Bank Limited): বাংলাদেশের অন্যতম তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক হলো অগ্রণী ব্যাংক লিমিটেড। "বাংলাদেশ ব্যাংক (Nationalization) অর্ডার 1972" অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নাম্বার 26,1972 অনুসারে অগ্রণী ব্যাংক গঠিত।
- "কমার্স ব্যাংক লিমিটেড এবং হাবিব ব্যাংক লিমিটেড" এর বাংলাদেশে অবস্থিত সব শাখার সমন্বয়ে এই অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- এই ব্যাংককে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয় 17 মে 2007 সালে।
- অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় - ৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-1000, বাংলাদেশ।
- অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট - (www.agranibank.org)
৫। বেসিক ব্যাংক লিমিটেড (Basic Bank Limited): বেসিক ব্যাংক লিমিটেড গঠন করা হয়, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে সহযোগিতা করতে। 1989 সালে ব্যাংকটি প্রতিষ্ঠা লাভ করেছিল।
- বেসিক ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠা সাল - 1989
- বেসিক ব্যাংকের অনুমোদিত মূলধন 5,500 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 1,085 কোটি টাকা।
- বেসিক ব্যাংকটি সম্পূর্ণ সরকারি মালিকানায় চলে যায় 1992 সালে।
- ব্যাসিক ব্যাংকের প্রধান কার্যালয় - 195, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-1000, বাংলাদেশ।
- বেসিক ব্যাংকের ওয়েবসাইট - (www.basicbanklimited.com/bn)
৬। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) (Bangladesh Development Bank Limited): বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক হল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড সংক্ষেপে বিডিবিএল।
- 16 নভেম্বর 2009 সালে কোম্পানি আইন 1994 অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে (বিডিবিএল) প্রতিষ্ঠিত হয়েছিল।
- " বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং বাংলাদেশ শিল্প ব্যাংক" কে একিভূত করে (বিডিবিএল) প্রতিষ্ঠা করা হয়।
- 3 জানুয়ারি 2010 সালে (বিডিবিএল)-এর কর্মযাত্রা শুরু হয়।
- (বিডিবিএল)-এর প্রধান কার্যালয় - 8, রাজউক এভিনিউ, ঢাকা-1000, বাংলাদেশ।
- (বিডিবিএল)-এর ওয়েবসাইট - (www.bdbl.com.bd)
বেসরকারি ব্যাংক কয়টি কি কি
বাংলাদেশে বেসরকারি ব্যাংক রয়েছে সর্বমোট 43 টি যেগুলোকে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা পিসিবি বলা হয়। এরমধ্যে 33 টি প্রথাগত ব্যাংকিং এবং 10 টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমান সময়ে প্রায় সব ব্যাংকই আলাদা ভাবে ইসলামী শরিয়াহমোতাবেক ব্যাংকিং সেবা চালু করেছে। আপনার সুবিধার্থে নিচে বাংলাদেশের বেসরকারি সাধারণ ব্যাংকের নাম এবং ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকের নাম ও প্রতিষ্ঠার সন এবং ওয়েবসাইটের তালিকা উল্লেখ করা হলো।
বেসরকারি সাধারণ ব্যাংক সমূহের তালিকাঃ
|
ক্রমিক নং
|
ব্যাংকের নাম
|
প্রতিষ্ঠার সন
|
ব্যাংকের ওয়েবসাইট
|
|
১
|
পূবালী ব্যাংক লিমিটেড
|
১৯৫৯
|
www.pubalibangla.com
|
|
২
|
উত্তরা ব্যাংক লিমিটেড
|
১৯৬৫
|
www.uttarabank-bd.com
|
|
৩
|
এবি ব্যাংক লিমিটেড
|
১৯৮২
|
abbl.com
|
|
৪
|
আইএফআইসি ব্যাংক লিমিটেড
|
১৯৮৩
|
www.ificbank.com.bd
|
|
৫
|
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
|
১৯৮৩
|
www.ucb.com.bd
|
|
৬
|
সিটি ব্যাংক লিমিটেড
|
১৯৮৩
|
www.citybankplc.com
|
|
৭
|
এনিসিসি ব্যাংক লিমিটেড
|
১৯৮৫
|
www.nccbank.com.bd
|
|
৮
|
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
|
১৯৯২
|
ebl.com.bd
|
|
৯
|
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.dutchbanglabank.com
|
|
১০
|
ঢাকা ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
dhakabankltd.com
|
|
১১
|
প্রাইম ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.primebank.com.bd
|
|
১২
|
মিউচুয়াল ট্রাস্টব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.mutualtrustbank.com
|
|
১৩
|
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.southeastbank.com.bd
|
|
১৪
|
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
|
১৯৯৮
|
www.bcblbd.com
|
|
১৫
|
ওয়ান ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
www.onebank.com.bd
|
|
১৬
|
ট্রাস্ট ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
www.tblbd.com
|
|
১৭
|
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
|
১৯৮৩
|
www.nblbd.com
|
|
১৮
|
ব্যাংক এশিয়া লিমিটেড
|
১৯৯৯
|
www.bankasia-bd.com
|
|
১৯
|
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
premierbankltd.com/pbl/
|
|
২০
|
মার্কেন্টইল ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
www.mblbd.com
|
|
২১
|
ব্র্যাক ব্যাংক লিমিটেড
|
২০০১
|
www.bracbank.com
|
|
২২
|
যমুনা ব্যাংক লিমিটেড
|
২০০১
|
jamunabankbd.com
|
|
২৩
|
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি.
|
২০১৩
|
www.nrbcommercialbank.com
|
|
২৪
|
পদ্মা ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.padmabankbd.com
|
|
২৫
|
মধুমতি ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.modhumotibankltd.com
|
|
২৬
|
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.midlandbankbd.net
|
|
২৭
|
মেঘনা ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.meghnabank.com.bd/retail
|
|
২৮
|
সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.sbacbank.com
|
|
২৯
|
সীমান্ত ব্যাংক লিমিটেড
|
২০১৬
|
www.shimantobank.com
|
|
৩০
|
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
|
২০১৯
|
www.communitybankbd.com
|
|
৩১
|
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
|
২০২০
|
www.bgcb.com.bd
|
|
৩২
|
সিটিজেনস ব্যাংক পিএলসি
|
২০২০
|
|
|
৩৩
|
এনআরবি ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.nrbbankbd.com
|
ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংক সমূহের তালিকাঃ
|
ক্রমিক নং
|
ব্যাংকের নাম
|
প্রতিষ্ঠার সন
|
ব্যাংকের ওয়েবসাইট
|
|
১
|
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
|
১৯৮৩
|
www.islamibankbd.com
|
|
২
|
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
|
১৯৮৭
|
icbislamic-bd.com
|
|
৩
|
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.al-arafahbank.com
|
|
৪
|
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
|
১৯৯৫
|
www.siblbd.com
|
|
৫
|
এক্সিম ব্যাংক (বাংলাদেশ)
|
১৯৯৯
|
www.eximbankbd.com
|
|
৬
|
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
fsiblbd.com
|
|
৭
|
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড
|
২০০১
|
sjiblbd.com
|
|
৮
|
ইউনিয়ন ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.unionbank.com.bd
|
|
৯
|
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
|
১৯৯৯
|
www.standardbankbd.com
|
|
১০
|
গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
|
২০১৩
|
www.globalislamibankbd.com
|
তফসিলি ব্যাংক কয়টি ও কি কি
তফসিলি ব্যাংক মোট ৬১টি। সুতরাং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত নির্দিষ্ট তালিকায় চান্স (Chance) প্রাপ্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে ৬১টি। এরমধ্যে সরকারি ব্যাংক ৬টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪৩ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি এবং বিদেশি ব্যাংক রয়েছে ৯ টি। আশা করি তফসিলি ব্যাংক কয়টি ও কি কি বুঝতে পেরেছেন।
বিশেষায়িত ব্যাংক কয়টি ও কি কি
বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক তিনটি রয়েছে, যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে। বিশেষায়িত এই ৩টি ব্যাংককে আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্যে পূরণকল্পে গঠন করা হয়েছে। আর এই তিনটি ব্যাংকের নাম হলঃ
- বাংলাদেশ কৃষি ব্যাংক (Bangladesh Krishi Bank)
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (Rajshahi Krishi Unnyan Bank)
- প্রবাসী কল্যাণ ব্যাংক (Pravasi Kalyan Bank)
একটি দেশে কৃষি উন্নয়ন, কারিগরি উন্নয়ন, শিল্প উন্নয়ন, ভূমি, গৃহনির্মাণ ইত্যাদি উন্নয়নের জন্য এ সকল আর্থিক প্রতিষ্ঠানগুলি কেবল নিজ নিজ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে এভাবে উন্নত হলে একটি দেশের সার্বিক অর্থনীতি উন্নয়ন সম্ভব হবে।
পূবালী ব্যাংক কি সরকারি
পূবালী ব্যাংক কি সরকারি? এই প্রশ্ন প্রায় মানুষের হয়ে থাকে, আসলে ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙ্গালী উদ্যোক্তার উৎসাহে 1959 সালে ইনস্ট্যান্ট মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন লাভের পর 1972 সালে এটি মূলত পূবালী ব্যাংক নামে সরকারীকরণ করা হয়েছিল এবং 1983 সালে পুনরায় এটিকে বেসরকারিকরণ করা হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল পূবালী ব্যাংক লিমিটেড। আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন।
কৃষি ব্যাংক কি সরকারি
বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭৩ সালের প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সম্পন্ন সরকারি মালিকানাধীন ব্যাংক। এই ব্যাংকের প্রাথমিক উদ্দেশ্য হলো কৃষক এবং কৃষি শিল্পকে সেবা প্রদান করা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্য রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক। আশা করি বুঝতে পেরেছেন।
উপসংহার
আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি এবং বেসরকারি ব্যাংক কয়টি কি কি, এর পাশাপাশি আরো জানতে পেরেছেন তফসিলি ব্যাংক কয়টি ও কি কি, বিশেষায়িত ব্যাংক কয়টি ও কি কি, পূবালী ব্যাংক কি সরকারি? এবং কৃষি ব্যাংক কি সরকারি? তা সম্পর্কে। এরপরও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে? যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই এখনোই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
যেন আপনার বন্ধুরাও জানতে পারে বাংলাদেশে সরকারি ব্যাংক কয়টি রয়েছে এবং বেসরকারি ব্যাংক কয়টি রয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো তথ্যবহুল পোস্ট পেতে আমার গুগল নিউজে ফোলো দিয়ে রাখুন, কারণ আমি এই ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন ধরনের অজানা তথ্য সংগ্রহ করে নিয়মিত ব্লগ পোস্ট বা আর্টিকেল পাবলিশ করে থাকি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url